কালের স্বাক্ষী বহনকারী মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো জামুর্কী ইউনিয়ন পরিষদ।কাল পরিক্রমায় আজ জামুর্কী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ২নং জামুর্কী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৩.৭০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০,৫৫০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/বাস।
জ) শিক্ষার হার – ৫৫%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৫টি,
মহাবিদ্যালয়ঃ ২টি
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা- ৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব জনাব আলী এজাজ খান চৌধুরী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
জামুর্কী , পাকুল্যা ,সাটিয়াচড়া , গোড়ান , গুনটিয়া ,চুকুরিয়া , উফুল্কী , কাটরা , কাটরা উজানবাড়ী , আগধল্যা , কদিমধল্যা , বানিয়ারা , কড়াইল ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস