Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জামুর্কী ইউনিয়নের ইতিহাস

২নং জামুর্কী ইউনিয়নের ইতিহাস সুদূর প্রসারী, তবে জামুর্কী ইউনিয়নের ঐতিয্যবাহি গ্রাম-সাটিয়াচড়া এই সাটিয়াচড়া গ্রাম থেকে মহান স্বাধীনতার সময় মুক্তি বাহিনী যুদ্ধ শুরু করে পাক হানাদার বাহিনীকে প্রতিহত করেণ । তারিখ ০৩-০৪-১৯৭১ খ্রী: রোজ শনিবার উক্ত যুদ্ধে ২৯জন ইপিআর স্থানীয় মুক্তি যোদ্ধা ও সংগঠক টাংগাইল জেলা ছাত্রলীগ নেতা শহীদ মুক্তি যোদ্ধা দেওয়ান জুমারত আলী সহ আরও অনেকেই শাহাদৎ বরণ করেন । জামুর্কী ইউনিয়নে বৃটিশ সাশসের সময় হিন্দু জমিদার সহ ৫জন জমিদারের বসবাস ছিল । জামুর্কী হাটের জন্যও বিখ্যাত এখান থেকে পাট কলকাতা রপ্তানী করা হয় । জামুর্কীর ঐতিয্যবাহি নবার স্যার আ: গনি উচ্চ বিদ্যালয় অবস্থিত এখান থেকে পড়া শোনা করে অনেকেই বড় বড় পদে চাকরী রত অবস্থায় আছেন ।